ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইউক্রেনের রেস্তোরাঁয় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত কমপক্ষে ৮

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২৩ ২৩:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৩ ২৩:০৫

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন বলে দাবি করছেন ইউক্রেনের কর্মকর্তারা। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ক্রামাতোরস্কের একটি রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে হামলাটি হয়।


হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।


ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এ হামলার ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে আট মাস বয়সী এক শিশু এবং তিন বিদেশি আছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: