ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদে ত্বকের যত্ন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ জুলাই ২০২৩ ১৪:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ জুলাই ২০২৩ ১৪:০৩

ঈদ চলে এসেছে। এ সময় ত্বকের বাড়তি যত্ন নেওয়া দরকার। কিন্তু ঈদের প্রস্তুতি নিয়ে প্রত্যেকেরই বিভিন্ন ধরনের কাজের চাপ থাকে। এ কারণে অনেকেই পার্লারে যাওয়ার সময় পান না। সেক্ষেত্রে বাড়িতেই নিজের যত্ন নিতে পারেন।

বাড়িতে যেভাবে ত্বকের যত্ন নেবেন

দুধ ও আটা বা ময়দা : ৩ টেবিল চামচ আটা/ময়দা , ১/৪ কাপ দুধ ও ১ টেবিল চামচ লেবু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর পুরো মুখ ও গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মেয়োনিজ ফেস প্যাক : ১/২ ছোট কাপ মেয়োনিজ, ১ টি ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ টক দই ও ১/২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ২০-৩০ মিনিট মাস্কটি মুখে লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মধুর মাস্ক : ৩ টেবিল চামচ মধু ও ১/৩ টেবিল চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে ১০ মিনিট রেখে মুখ দিয়ে ফেলুন।

 



আপনার মূল্যবান মতামত দিন: