ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দুই মাস পর খুলল মণিপুরের স্কুল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২৩ ১৭:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুলাই ২০২৩ ১৭:০৮

গোষ্ঠীগত সংঘর্ষের জেরে গত ৩ মে থেকে উত্তপ্ত ছিল ভারতের মণিপুর রাজ্য। বন্ধ রাখা হয়েছিল সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রায় দুই মাস পর আবার খুলল সে রাজ্যের সব স্কুল।

তবে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হয়েছে। প্রথম দিন বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছিলেন, বুধবার থেকে স্কুল খুলবে। স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস শুরু হবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তাদের আরজি, রোজ অন্তত কয়েক ঘণ্টা খোলা থাক স্কুল।



আপনার মূল্যবান মতামত দিন: