ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৩ ০৫:১৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩ ০৫:১৭

ভারতের দিল্লিতে এক স্ত্রীকে পর্নো দেখতে এবং পর্নো তারকাদের মতো পোশাক পরতে বাধ্য করায় স্বামীর বিরুদ্ধে মামলা করা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিষয়টি জানিয়েছে দিল্লি পুলিশ। তারা জানায়, ভুক্তভোগী ওই নারী সোমবার তার স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


ওই নারী অভিযোগ পত্রে জানান, স্বামী এবং তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা যৌতুক চেয়ে দিনের পর দিন তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করেছে। শুধু তাই নয়, প্রতিদিন রাতে কাজ শেষে বাড়িতে ফিরেই স্ত্রীর ওপর অত্যাচার শুরু করত ওই স্বামী। রোজ রাতে বাড়ি ফিরেই পর্নো ছবি চালাতেন। স্ত্রীকেও জোর করে তার সঙ্গে বসে পর্নো দেখতে বাধ্য করতেন। যা মানসিকভাবে নিগ্রহ বলেই অভিযোগ করছেন ভুক্তভোগী নারী। নির্যাতনের মাত্রা উত্তরোত্তর বাড়ছিল বলেই জানায় স্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: