
কিছু ধর্মীয় ও আদর্শিকভাবে অনুপ্রাণিত আন্ডারগ্রাউন্ড হ্যাকারদল বাংলাদেশের সাইবার স্পেসে হামলার হুমকি দিয়েছে। এই হামলার সম্ভাব্য তারিখ আগামী ১৫ আগস্ট বলে জানিয়েছে তারা।
এই হুমকির পরিপ্রেক্ষিতে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) গতকাল শুক্রবার সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে।
বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খানের সই করা এ সতর্কবার্তায় বলা হয়েছে, গত ৩১ জুলাই এক হ্যাকারদল জানিয়েছে, ১৫ আগস্ট বাংলাদেশের সাইবারজগতে সাইবার আক্রমণের ঝড় আসবে।
সতর্কবার্তার সঙ্গে হ্যাকারদের হুমকির যে স্ক্রিনশট যুক্ত করা হয়েছে তাতে এই মর্মে বলা আছে যে ভারতীয় হ্যাকাররা এই হামলা চালাবে, যার প্রভাব পড়বে বাংলাদেশ ও পাকিস্তানে।
আপনার মূল্যবান মতামত দিন: