odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ August ২০২৩ ১৮:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ August ২০২৩ ১৮:৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমে জানান, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৫৪ দশমিক ৫ গ্রাম ২৯ পুরিয়া হেরোইন ও ৭২ কেজি ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: