
বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা পর্যালোচনা করে সেপ্টেম্বরে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালায় কোন কোন বিষয়ে পরিবর্তন করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত হয়নি। বুধবার চার মন্ত্রণালয় ও এরবিআরের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এটি ছিল আমাদের প্রথম বৈঠক। বৈঠকে বর্তমান বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে পর্যালোচনা হয়েছে।
নীতিমালায় কী কী পরিবর্তন আসছে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আগামী সপ্তাহে আবারও বসব।
আপনার মূল্যবান মতামত দিন: