ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুবির মেডিকেল সেন্টারকে বেক্সিমকোর উপহার

odhikar patra | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩ ০৫:০৭

odhikar patra
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩ ০৫:০৭

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের( কুবি) মেডিকেল সেন্টারকে চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি ফার্মাসিটিক্যাল কোম্পানি বেক্সিমকো। সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন বেক্সিমকোর প্রতিনিধি দল। উপহার সামগ্রী হিসেবে কোম্পানিটি মেডিকেল সেন্টারকে দুইটি বেড, একটি এক্স-রে ভিউ বক্স, একটি ইসিজি মেশিন, একটি অপারেশন সামগ্রী জীবাণুমুক্ত করার অটোক্লেব মেশিন প্রদান করে। এসময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি দলের প্রধান এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সামগ্রী প্রদান করতে পেরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস খুব খুশি, এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। ভবিষ্যতেও বেক্সিমকো বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াবে। এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'বেক্সিমকোর সাথে যোগাযোগ করার সাথে সাথেই তারা সাড়া দিয়েছেন এবং আমাদের মেডিকেল সেন্টারের জন্য সামগ্রী সরবরাহ করেছেন। আজকের এই সামগ্রী সরবরাহের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে বেক্সিমকোর যে সম্পর্কের সৃষ্টি হলো, আশাকরি আমাদের এই সম্পর্ক বজায় থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: