ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

২২টি রুশ ড্রোন ধ্বংস করল ইউক্রেনের বিমান বাহিনী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৮

ইউক্রেনের ওডেসা অঞ্চলে আজ রবিবার ভোরে (৩ সেপ্টেম্বর) সাড়ে তিন ঘণ্টা ধরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দানিউব নদীর একটি বন্দরের অবকাঠামোতে ড্রোনের মাধ্যমে আঘাত করা হয় এবং এতে কমপক্ষে দুইজন আহত হয়েছেন বলে কিয়েভ জানিয়েছে। হামলা চলাকালীন ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার ২২টি ড্রোন ধ্বংস করেছে। 

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, হামলা চালাতে আসা ইরানের তৈরি ২৫টি শাহেদ ড্রোনের মধ্যে ২২টি ভূপাতিত করা হয়েছে। 

আজ ভোরে চালানো হামলায় বন্দরের ঠিক কোন অবকাঠামোতে আঘাত করা হয়েছে সেটির বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। 

সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: