ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে দীর্ঘদিন পারমাণবিক জ্বালানি দেবে রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩ ০৫:১৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩ ০৫:১৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সময়মতো চালু হবে। রাশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশকে পারমাণবিক জ্বালানি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানান ড. মোমেন। এ ছাড়া রাশিয়া থেকে বাংলাদেশ অন্য ধরনের জ্বালানিও নিতে পারবে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ইস্যু ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আপনারা জেনে খুশি হবেন, এটা সময়মতো চালু হবে। আর বাংলাদেশকে দীর্ঘদিন ধরে নবায়নযোগ্য জ্বালানি দেবে রাশিয়া। এমন আশ্বাস পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে তাদের বৈঠক শুরু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: