odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬

গুলিস্থান সেন্ট্রাল (কেন্দ্রিয়)জামে মসজিদে সম্রাটের শারিরিক সুস্থতার জন্য দোয়া ।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ November ২০১৭ ১৯:২৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ November ২০১৭ ১৯:২৬

অধিকারপত্র ডেক্সঃ

 

গুলিস্থান সেন্ট্রাল (কেন্দ্রিয়)জামে মসজিদে সম্রাটের শারিরিক সুস্থতার জন্য দোয়া ।
বাংলাদেশ আওয়ামীযুব লীগ ঢাকা মহানগর দক্ষিন এর সফল সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এর শারিরিক অসুস্থতার কারনে সিঙ্গাপুর রাফাফেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আল্লাহর রহমতে তার শারিরিক অবস্থা আগের চেয়ে ভাল ।

 

তার শারিরিক সুস্থ কামনায় ঢাকা শহরের প্রতিটি মসজিদে শুক্রবার বাদ জুমআ দোয়া করা হয় ।ঢাকা শহরের প্রানকেন্দ্র

গুলিস্থান কেন্দ্রীয় জামে মসজিদে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

এর শারিরিক সুস্থতার জন্য দোয়া করেন খতিব মূফতি হাফেজ মোঃ মোজ্জামিল,

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন অন্যতম সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ও স্থানীয় যুবলীগ এর নেতৃবিন্দ



আপনার মূল্যবান মতামত দিন: