ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কর ফাঁকির মামলায় খালাস পেলেন নোবেলজয়ী মারিয়া রেসা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৯

ফিলিপাইনের আদালত কর ফাঁকির অভিযোগে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাংবাদিক মারিয়া রেসাকে খালাস দিয়েছেন। একই মামলায় তার কোম্পানি র‌্যাপলারকেও খালাস দেওয়া হয়েছে। মারিয়া রেসা ২০২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

রেসার মামলা থেকে অব্যাহতি পাওয়াকে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বিজয় হিসেবে দেখা হচ্ছে।

এই মামলায় দোষী সাব্যস্ত হলে র‌্যাপলারের প্রতিষ্ঠাতা মারিয়া রেসাকে ৩৪ বছরের জেল হতে পারতো। বুধবার (১৮ জানুয়ারি) মামলার রায় ঘোষণার পর রেসা বলেন, 'আজ তথ্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে, ন্যায়ের জয় হয়েছে।'

সূত্র: রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: