ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রতিদিনই কমছে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩ ১৭:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩ ১৭:১০

মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্স (টুইটার) দিন দিন সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনবিসির এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছে এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো।

৪৫ মিনিটের এ সাক্ষাৎকারে টুইটারের অনেক অজানা তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি।

মাত্র ১২ সপ্তাহ হলো লিন্ডা এক্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ইলন মাস্কের তত্ত্বাবধানে আসার পর থেকেই এ প্লাটফর্মে দৈনন্দিন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে।

বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুসারে, বর্তমানে এক্সের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২২ কোটি ৫০ লাখ। মাস্কের মালিকানা গ্রহণের পর কমেছে প্রায় ১১ দশমিক ৬ শতাংশ। তবে এ পরিসংখ্যান নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি লিন্ডা।

সূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন: