ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চীনের ২৫ কোম্পানি ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ২২:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ২২:৪৭

চীনের ২৫ কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ফেন্টানাইল উৎপাদনে রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগে এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

ফেন্টানাইল হচ্ছে একটি শক্তিশালী ব্যথানাশক বা নিরাময়কারী যা মরফিনের মতো কাজ করে। এটি অতিরিক্ত সেবনে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। ২০২২ সালে এক লাখ নয় হাজার ৬৮০ জনের মৃত্যুর জন্য দায়ী ছিল এই ধরনের ওষুধ। 

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে চীনের ১২টি কোম্পানি ও ১৩ জন ব্যক্তি। এর পাশাপাশি কানাডার দুটি সংস্থা ও একজন ব্যক্তিও তালিকায় রয়েছেন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সাংবাদিকদের বলেছেন, আমরা জানি কারা মার্কিন জনগণকে ফেন্টানাইল দিয়ে বিষ প্রয়োগ করছে।

এ বিষয়ে জানতে চাইলে বার্তা সংস্থা রয়টার্সের যোগাযোগে কোনও সাড়া দেয়নি ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস।

সূত্র: বিবিসি 



আপনার মূল্যবান মতামত দিন: