
স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখার সময় এ কথা জানান।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ওই বৈঠক আয়োজন করে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এ তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ সম্পৃক্ততার আহ্বান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: