
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি বিদেশিদের দেখা উচিত। তাহলে বাংলাদেশ কি, সে সম্পর্কে তারা জানতে পারবেন, আমাদের বঞ্চনা ও স্বপ্নের কথা তারা বুঝতে পারবেন।
আজ শনিবার রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনুভূতি ব্যক্তকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কত ত্যাগ-তিতীক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটি এই চলচ্চিত্রে নির্মোহভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সত্য ঘটনা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে। ’
আপনার মূল্যবান মতামত দিন: