ঢাকা | রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

খালেদাজিয়া যেদিন প্রধানমন্ত্রী কে দেখে তার ঘরের দরজা বন্ধ করেছে সেদিন ই তার সাথে সংলাপের ইতি হয়েছে - কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৭ ০১:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৭ ০১:০২

আজ ঢাকা জেলা ছাএলীগ এর সম্মেলন এ আওয়ামীলীগ এর সাধারনসম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদাজিয়া র ছেলে কোকো যেদিন মূত্যবরন করেন সেদিন সমবেদনা যানাতে যখন শেখ হাসিনা তার বাড়ীতে গিয়েছিল তখন খালেদাজিয়া অভদ্রোচিতভাবে ঘরের দরজা লাগিয়ে দিয়েছিল, যাদের মধ্য ভদ্রতা নেই তাদের সাথে কোন আলোচনা বা সংলাপ ও নেই, তিনি তার ঘরের দরজা বন্ধ করে সংলাপের দরজা নিজেই বন্ধ করেছেন। এখন আর সংলাপ সংলাপ করে চেঁচামিচি করে লাভ হবেনা,ওবায়দুল কাদের সম্মেলন এ ছাত্রলিগ এর উদ্যশ বলেন মাঝে মাঝে ছাত্রলীগ খারাপ খবরের শিরোনাম হয়। এতে আমাদের বদনাম হয়, লজ্জা হয়। গুটি কয়েক অপরাধী ও অনুপ্রবেশকারীদের অপকর্মের দায় ছাত্রলীগ নিতে পারে না। আওয়ামী লীগ নিতে পারে না।
ছাএলীগ করতে হলে চাঁদাবাজি, দূরনিতি মূকত হতে হবে, ৪ বছর পর ঢাকাজেলা ছাএলীগ এর সম্মেলন অনুসঠিত হয়, ঢাকা জেলা ছাএলীগ কে উওর ও
দক্ষিন ২ ইউনিট এ বিভক্ত করার পরামর্শ দেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



আপনার মূল্যবান মতামত দিন: