odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপকে ঘিরে অর্ধ কোটি টাকার জুয়া, প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩ ১৮:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩ ১৮:০১

বিদেশ থেকে অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর মালিবাগ থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন চক্রের হোতা নিশাত মুন্না (২০), কামরুল ইসলাম শুভ (২৭), সুমন (৩৫) ও নাজমুল হোসেন বাবু (৩১)।

তাদের কাছে থেকে ১৬টি মোবাইল ফোন, ১৮টি সিমকার্ড, কম্পিউটারের সিপিইউ ও একটি মনিটর জব্দ করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: