odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

ইসরায়েলি নৃশংসতায় পুরোপুরি বন্ধ গাজার বৃহত্তম দুই হাসপাতাল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ November ২০২৩ ০৯:৫২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ November ২০২৩ ০৯:৫২

ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংসতায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় দুটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ওই হাসপাতাল দুটি হচ্ছে- আল-শিফা ও আল কুদস হাসপাতাল।

আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় তিন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখলেই গুলি চালাচ্ছে। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গাজার হাসপাতালগুলোতে ‘ভয়াবহ এবং বিপজ্জনক’ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, হাসপাতালে হামলার ঘটনায় অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুসহ আরো বহু রোগী ‘দুঃখজনকভাবে’ মারা যাচ্ছে। 

সূত্র: আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: