
কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে রাজধানীতে বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর মিরপুর বাঙলা কলেজের সামনে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এই কর্মসূচি শুরু করেছে।
কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে এনে রাজধানী ঢাকার ৬টি পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এতে কর্মসূচি উদ্বোধন ও সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
আপনার মূল্যবান মতামত দিন: