odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

হাতিরঝিলে ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ November ২০২৩ ১৫:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ November ২০২৩ ১৫:৩০

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ ঢাকায় অনুষ্ঠিত হবে ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট। কনসার্টটি হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। অনুমতি না পাওয়ায় কনসার্টটি এখন হবে হাতিরঝিলের এম্ফি থিয়েটারের মঞ্চে। এই কনসার্টের আয়োজন করছে আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট। 

কনসার্টের টিকিট বিক্রির টাকা পাঠানো হবে ফিলিস্তিনে।

এই কনসার্টে যেসব ব্যান্ড ও শিল্পী পারফর্ম করবেন তারা কেউই পারিশ্রমিক নেবেন না। ব্যান্ডদলগুলোর মধ্যে থাকবে মাকসুদ ও ঢাকা, আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশন, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার।

শিল্পীদের মধ্যে এতে গাইবেন—মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান, রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টচার্য্য ও আহমেদ হাসান সানি।



আপনার মূল্যবান মতামত দিন: