odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের

মেয়র আনিসুল হক আর নেই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ December ২০১৭ ০০:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ December ২০১৭ ০০:৪১

সময়ের বিখ্যাত ব্যাক্তি জনপ্রিয় মানুষ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আর নেই। লন্ডনের স্থানীয় সময় ৪ টা ২৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় স্থানিয় এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আনিসুল হকের পারিবারিক সুত্রে জানা যায়। মেয়র আনিসুল হক লন্ডনে হাসপাতালে চিকিৎসা অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে তার লন্ডন এর বাসায় নিয়ে আসা হয়। আবার অবস্থার অবনতি হলে হাসপাতলে নিয়ে যাওয়া হয়।অবশেষে আজ মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়সহয়েছিলো ৬৫ বছর।গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক।সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মেয়র আনিসুল হক (জন্ম: অক্টোবর ২৭, ১৯৫২)
একজন সফল রাজনীতিবিদ,প্রতিবাভা­ন ব্যবসায়ী এবং টেলিভিশন এর জনপ্রিয় উপস্থাপক। তিনি বিজিএমইএর সভাপতি ছিলেন, পরে এফবিসিসিআইর সভাপতি হন।পরবর্তীতে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্বে ও ছিলেন আনিসুল হক। মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। তাদের তিন সন্তান ।বড় ছেলে নাভিদুল হক বোস্টনের বেন্টলি ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনায় উচ্চতরডিগ্রি অর্জন করে বর্তমানে মোহাম্মদি গ্রুপের পরিচালক ও দেশ এনার্জি লি: এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাজ করছেন।শুক্রবার বাদ জুমা লন্ডনে জানাজা করা হবে।মরদেহ দেশে আনা হবে শনিবার।



আপনার মূল্যবান মতামত দিন: