
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ২ দিন ব্যাপী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বেলা ১১ টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ১৯ টি কিন্ডার গার্টেন স্কুলের ৫৫১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
১ম দিনে ২টি ও ২য়টি দিনে ২টি সহ মোট ৪টি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে বলে কেন্দ্র সচিব মালঞ্চ কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মো. আফজাল হোসেন জানান।
পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম ও ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।
সহকারী সচিব মো. মহব্বত হোসেন জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রতি ১০০ জনে ১০ জন ট্যালেন্টপুল ও ৩০ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: