
পঞ্চগড়ে আবারো শুরু হয়েছে পৌষের শীতের দাপট। তাপমাত্রা কমে আসার পাশাপাশি কুয়াশা আর উত্তরে ঠাণ্ডা বাতাসে প্রান্তিক জেলাটির জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। রাত দিন বিরামহীনভাবে বয়ে যাওয়া ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
বুধবার এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। মঙ্গলবার ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মূল্যবান মতামত দিন: