ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পুরান ঢাকার ঐতিহ্য বানর প্রায় বিলুপ্তের পথে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৮

পুরান ঢাকার ঐতিহ্য বিলুপ্ত প্রায় বানরদের রক্ষা,নিরাপদ বিচরন ক্ষেত্র নিশ্চিত করন ও সরকার ও সিটি করর্পোরেশন কর্তৃক পুনরায় খাবার সরবরাহের দাবিতে মানববন্ধন ও বানরদের খাদ্য বিতরণ অনুষ্ঠানে রিপোর্টারও ক্যামেরা পার্সন প্রেরন প্রসঙ্গে।
ঢাকার সর্ববৃহৎ যুব সংঘঠন “ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল”তার প্রতিষ্ঠালগ্ন ২০০৭ হতে ঢাকার ইতিহাস ঐতিহ্য,শিল্প,সংস্কৃতি ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ৮ই ডিসেম্বর ২০১৭ শুক্রবার সকাল ১১টায় পুরান ঢাকার গেন্ডারিয়া নিকেতন লেন,সাধনা ঔষধালয়ের সামনে পুরান ঢাকার শত বছরের ঐতিহ্য বিলুপ্ত প্রায় বানরদের রক্ষা , নিরাপদ বিচরন ক্ষেত্র নিশ্চিত করন ও সরকার ও সিটি করর্পোরেশন কর্তৃক পুনরায় খাবার সরবরাহের দাবিতে মানববন্ধন ও বানরদের খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহন করেছে ।যা পুরান ঢাকার অন্যতম ঐতিহ্য পরিবেশের জন্য অত্যন্ত সময়োপযোগী কর্মসূচি । কারন বিগত কয়েক বছর ধরে পুরোন ঢাকার বানরগুলো খাদ্যের অভাব,রোগব্যাদি ও নিরাপদ আশ্রয়স্থলের অভাবে ব্যাপক হারে মারা যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে ২০০০ সালেও গেন্ডারিয়া ও পুরান ঢাকার বিভিন্ন স্থানে প্রায় ২০০০ বানর ছিল ।কিন্তু ধীরে ধীরে ১৭ বছর অযন্ত ,অবহেলা ও সরকার এবং সিটি কর্পোরেশন কর্তৃক তাদের খাবার বন্ধ করে দেয়ার ফলে ক্রমেই বিলুপ্ত প্রায় অবস্থায় পৌছে গেছে । বর্তমানে গেন্ডারিয়া ও পুরান ঢাকায় ২’শ বানর রয়েছে ।কিন্তু এ অবস্থা চলতে থাকলে আর কিছু দিনের মধ্যে তাও বিলুপ্ত হয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: