ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ১৫:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ১৫:৪৬

চীনের ইউনান প্রদেশে ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১১ জন। উদ্ধারকারীরা নিখোঁজদের খুঁজে বের করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে ইউনান প্রদেশের ঝাওটং শহরে এই ভূমিধসের ঘটনা ঘটে এবং ৪৭ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং যত দ্রুত সম্ভব নিখোঁজদের উদ্ধার করার   নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, একটি খাড়া পাহাড় ধসে পড়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, ধসে পড়া অংশ প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) প্রস্থ, ৬০ মিটার উঁচু । ৫০০ জনেরও বেশি লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: