odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

শরীর ফর্সা রাখতে কি খান ভারতের প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ December ২০১৭ ১৬:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ December ২০১৭ ১৬:২৭

 

প্রথম দফার ভোট শেষে এখন দ্বিতীয় দফার জন্য ক্রমশ চড়ছে গুজরাটের ভোট যুদ্ধের উত্তেজনা। উত্তেজনা এখন এতটাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাদ্য তালিকায় কি আছে না আছে সরটাও চলে আসছে।

দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে হাজির হয়ে কংগ্রেস নেতা অল্পেশ ঠাকুর দাবি করে বলেন, নরেন্দ্র মোদী গায়ের রং ফর্সা রাখতে প্রতিদিন মাশরুম। তাইওয়ান থেকে আনা হয় ওই মাশরুম। প্রতিদিন ৪ লাখ টাকা মূল্যের মাশরুম খেয়ে গায়ের রং ফর্সা রাখেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ওই এক একটি মাশরুমের দাম নাকি ৮০ হাজার টাকা। প্রতিদিন খাদ্য হিসাবে মোদীর ৫টি করে মাশরুম প্রয়োজন হয় বলেও দাবি করেছেন অল্পেশ ঠাকুর।

 

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাত্কারে অল্পেশ ঠাকুর আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গায়ের রং আগে তাঁর মত ছিল। কিন্তু, তাইওয়ান থেকে আনা মাশরুম খেয়ে তাঁর গায়ের রং ফর্সা হয়ে গিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: