
২১ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক): মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় ‘জিম্মিদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব প্রচার করেছে। পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ একথা বলেছেন।
ব্লিঙ্কেন বলেন, ‘ঠিক আছে, আসলে আমাদের একটি প্রস্তাব আছে যা আমরা এখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সামনে পেশ করেছি। কারণ এর সাথে জিম্মিদের মুক্তির সংশ্লিষ্টতা থাকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং আমরা খুব বেশি আশা করি যে দেশগুলো এটিকে সমর্থন করবে।’
তিনি বুধবার সন্ধ্যায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ নিয়ে আলোচনা করতে সৌদি আরব সফরের সময় সৌদি সংবাদ মাধ্যম ‘আল হাদাথ’কে বলেছেন, ‘আমি মনে করি এটি একটি শক্তিশালী বার্তা। একটি শক্তিশালী সংকেত পাঠাবে।’
সূত্র: এএফপি
আপনার মূল্যবান মতামত দিন: