ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলা : নিহত ২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২৪ ১৩:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪ ১৩:৫৯

২১ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক) : অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলী বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা সৈন্যদের জন্য ‘হুমকি’ ছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী মধ্যরাতের পরপরই পশ্চিম তীরের উত্তর-পশ্চিমে তুলকারম শহর সংলগ্ন নূর শামসের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অভিযান চালানোর কথা জানায়।

তারা এক সংক্ষিপ্ত বার্তায় আরো বলেছে, অভিযানকালে সামরিক বাহিনীর জন্যে তাৎক্ষণিক হুমকি তৈরি করায় দু’জন সন্ত্রাসীকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ও বলেছে, নূর শামস ক্যাম্পে ইসরায়েলি হামলায় দুইজন নিহত এবং তাদের মৃতদেহ তুলকারমের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বুধবার ফিলিস্তিনি সশস্ত্র দলগুলোর শক্ত ঘাঁটি জেনিনে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদ কমান্ডারসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: