
২৩ মার্চ, ২০২৪(অনলাইন ডেস্ক): রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় ৬০ জনেরও বেশি নিহত হয়েছে। আহত হয়েছে একশ’রও বেশি লোক। ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় মুখোশধারী বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায় এবং গ্রেনেড কিংবা আগুনবোমা নিক্ষেপ করে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়ে হলের ছাদ।
রাশিয়ার তদন্ত কমিটি শনিবার বলেছে, এ হামলায় ৬০ জনেরও বেশি নিহত হয়েছে। যদিও এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, হামলার পর সেখান থেকে প্রায় ১শ’ জনকে উদ্ধার করেছে অগ্নিনির্বাপক কর্মীরা। এছাড়া আহত ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: