ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩২৬২৩ জনে পৌঁছালো

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪ ২৩:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪ ২৩:৪৬

গত অক্টোবর থেকে শুরু হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৭১ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে পৌঁছেছে অন্তত ৩২ হাজার ৬২৩ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭৫ হাজার ৯২ জন। 

ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

উল্লেখ্য গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 



আপনার মূল্যবান মতামত দিন: