ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৪৫৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪ ১৯:০৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪ ১৯:০৭

গত অক্টোবর থেকে শুরু হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬৬ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে পৌঁছেছে অন্তত ৩৪ হাজার ৪৫৪ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭৭ হাজার ৫৭৫ জন।

ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আদালতের একটি অন্তর্বর্তী রায়কে উপেক্ষা করে ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ অব্যাহত রেখেছে। এতে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। 

সূত্র: আনাদোলু এজেন্সি 



আপনার মূল্যবান মতামত দিন: