
৫ মে, ২০২৪ (অনলাইন ডেস্ক) : ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সেনারা শনিবার অধিকৃত পশ্চিম তীরে ১২ ঘন্টা অবরোধের সময় একটি ভবনে ৫ জন ফিলিস্তিনকে হত্যা করেছে।
হামাসের সশস্ত্র শাখা, ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড তাদের তুলকারেম প্রধান আলা আদিবসহ তিন যোদ্ধার মৃত্যুর খবর দিয়েছে।এএফপি’র একজন ফটোগ্রাফার তুলকারেমের শহরের উত্তরে দেইর আল-ঘুসুন গ্রামে সেনা মোতায়েন দেখেছেন।
ফটোগ্রাফার রিপোর্ট করেছেন, সৈন্যরা একটি ভবন সমতল করার জন্য বুলডোজার মোতায়েন করেছিল এবং ধ্বংসস্তুপ থেকে অন্তত একটি মৃতদেহ বের করেছিল।
আপনার মূল্যবান মতামত দিন: