
১৮ মে, ২০২৪ (অনলাইন ডেস্ক) : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। শনিবার প্রাদেশিক পুলিশ এ কথা জানিয়েছে।
ঘোর প্রদেশ পুলিশের মুখপাত্র আবদুল রহমান বদ্রি এক বিবৃতিতে বলেছেন, ‘শুক্রবার প্রদেশটিতে আকস্মিক বন্যায় ৫০ জন প্রাণ হারিয়েছেন এবং এখনো আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, বন্যায় প্রায় ২ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে এবং আরও হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: এএফপি
আপনার মূল্যবান মতামত দিন: