odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

ইসরায়েলের হামলায় রাফা থেকে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ May ২০২৪ ১৯:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ May ২০২৪ ১৯:৩৬

১৯ মে, ২০২৪(অনলাইন ডেস্ক): গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরাইল ও হামসের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। একইসঙ্গে ইসরায়েলের মুহুর্মুহু বোমা হামলায় কেঁপে উঠছে রাফা।  

জাতিসংঘ বলছে, ইসরায়েলের হামলার কারণে রাফা থেকে পালাতে বাধ্য হয়েছে আট লাখ লোক।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা শনিবার রাফায় ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একইসঙ্গে স্থল সৈন্যরাও সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে। এসব হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে এবং ইসরায়েলি বাহিনী কয়েকডজন টানেল শনাক্ত করেছে।

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারানি বলেছেন, রাফায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ব্যাপকহারে লোকজন পালাতে শুরু করেছে।

তিনি বলেছেন, গত ৬ মে রাফায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে আট হাজার লোক পালাতে বাধ্য হয়েছে।

লাজ্জারানি আরো বলেন, তারা যেসব এলাকায় পালাতে বাধ্য হয়েছে সেখানে পর্যাপ্ত পানি ও স্যানিটেশন সুবিধা নেই। 



আপনার মূল্যবান মতামত দিন: