
৩০ মে, ২০২৪ (অনলাইন ডেস্ক): অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে একটি গাড়ি হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
সেনাবাহিনী এর আগে বুধবার নাবলুসের বাইরে একটি ইসরায়েলি বসতির কাছে একটি গাড়ি হামলার কথা জানিয়েছিল।
পরে জানানো হয়,হামলায় সৈনিক এলিয়া হিলেল এবং ডিয়েগো শভিশা হারসাজ নিহত হয়েছে, উভয়ের বয়স ২০ বছর এবং তাদের কেফির ব্রিগেডের সদস্য হিসাবে শনাক্ত করা হয়। তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: