ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য মালালা ইউসুফজাইয়ের বিশেষ বৃত্তির ঘোষণা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৪ ১৯:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ জুন ২০২৪ ১৯:৩৯

পাকিস্তানের শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই ফিলিস্তিনের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নোবেলজয়ী অধিকারকর্মী মালালা ইউসুফজাই সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক নৈশভোজে অংশ নিয়ে শুধু ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ বৃত্তি কর্মসূচির ঘোষণা করেন।

সাত মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজার ৮০ শতাংশের বেশি স্কুল এবং বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের নোবেলজয়ী অধিকারকর্মী জরুরিভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণে জোর দিয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: