ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

গাজায় জাতিসংঘ স্কুলে হামলায় ১৭ জঙ্গি নিহত: ইসরায়েল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৪ ১৬:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ জুন ২০২৪ ১৬:২৪

৮ জুন, ২০২৪(অনলাইন ডেস্ক): ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বিমান হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে। এর আগে তারা নয়জনের নিহত হওয়ার কথা বলেছিল।

জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা পরিচালিত ওই স্কুলে ইসরায়েল বৃহস্পতিবার হামলা চালায়। স্কুলটি মধ্য গাজার নসিরাত এলাকায় অবস্থিত। এখানে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে।

নিকটবর্তী আল আকসা মার্টাস হাসপাতাল বলছে, এ হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে।

কিন্তু ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট এই হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনী ১৭ জন জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে যারা এখান থেকে কার্যক্রম পরিচালনা করতো। 

সূত্র: বাসস



আপনার মূল্যবান মতামত দিন: