
ইসরায়েলি হামলায় গাজার কেন্দ্রীয় শরণার্থীশিবিরে শনিবার অন্তত ২১০ জন নিহত হয়েছে। সেখানে অভিযান চালিয়ে এদিন চার জিম্মিকে উদ্ধার করা হয়। হামাসের সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘জটিল ও বিপজ্জনক’ এ অভিযান ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন।
প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে, নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি দখলদাররা গণহত্যা চালিয়েছে। এতে ২১০ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার নুসিরাত থেকে চার ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করার ঘোষণা দেয়। সেখানে তারা একটি অভিযান পরিচালনার কথাও বলেছে।
সূত্র: এএফপি
আপনার মূল্যবান মতামত দিন: