
গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন মধ্যস্থতাকারীরা। কিন্তু যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধ বন্ধের দিকে অগ্রসর না হয়ে বরং হামলা জোরদার করেছে ইসরায়েল।
গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফা শহরে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।এ ছাড়া গাজা সিটির উত্তরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ওই হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: আল-জাজিরা
আপনার মূল্যবান মতামত দিন: