ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ব্রিটেনের সাধারণ নির্বাচনে কিয়ার স্টারমারের দল জয়ী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৪ ১৩:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ জুলাই ২০২৪ ১৩:০৪

৫ জুলাই, ২০২৪ (অনলাইন ডেস্ক): কিয়ার স্টারমার শুক্রবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। তার মধ্য-বাম বিরোধী লেবার পার্টি ১৪ বছরের ডানপন্থী রক্ষণশীল শাসনের অবসান ঘটিয়ে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

নিজের আসনে পুনঃনির্বাচিত হওয়ার পর বিষন্ন চেহারায় ঋষি সুনাক বলেছেন, ‘লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জিতেছে এবং আমি স্যার কিয়ার স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছি।’

‘আজ, শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সব পক্ষের মঙ্গল কামনার্থে ক্ষমতা হস্তান্তর করবে’ উল্লেখ করে টরি নেতা বলেন, নির্বাচনের ফলাফল ‘সঠিক’ হয়েছে এবং তিনি পরাজয়ের দায় মেনে নিয়েছেন।

সূত্র: বাসস



আপনার মূল্যবান মতামত দিন: