
১৩ জুলাই, ২০২৪ (অনলাইন ডেস্ক): নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুল ভবন ধসে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
রেডক্রস ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে পরীক্ষা চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি স্কুলের দুই তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে।
রেডক্রস মুখপাত্র নুরুদ্দীন হুসাইন মাগাজি বলেছেন, এই ঘটনায় নিহত হয়েছে ২১ জন। আহত হয়েছে ৬৯জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকাপড়াদের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে বলে প্রত্যক্ষদর্শরী জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: