সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। তবে তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়েছে বলে জানিয়েছেন। হামলাকারীকে হত্যা করা হয়েছে। এ সময় উপস্থিত এক ব্যক্তিও নিহত হয়েছেন। হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার পেনসিলভানিয়া রাজ্যে এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে সাবেক প্রেসিডেন্ট মাথায় আঘাত পান, কিন্তু তার প্রচারণা টিম জানিয়েছে, তিনি 'ভালো আছেন।'
ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক সহিংসতার নিন্দা করে কড়া বক্তব্য দেন।
সূত্র: আল জাজিরা,বিবিস,ভয়েস অব আমেরিকা
আপনার মূল্যবান মতামত দিন: