odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

ইসরাইলি হামলায় মানবিক করিডোর অঞ্চলে ৪০জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ১০ September ২০২৪ ১৮:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১০ September ২০২৪ ১৮:৪৯

গাজা, ১০ সেপ্টেম্বর, ২০২৪  : ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর আল-মাওয়াসি মানবিক করিডোর অঞ্চলে মঙ্গলবার ভোরে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে তারা ওই এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আজ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর এএফপি’কে বলেন, সেখানে হামলার পর ‘শহিদ ৪০ এবং আহত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মুগাইর আরও বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৫ জনকে উদ্ধারে এখনো কাজ করছে।’
বেসামরিক প্রতিরক্ষা সূত্র পৃথকভাবে জানিয়েছে, সেখানে হামলায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘মাওয়াসি খান ইউনিস হত্যাকা-ে অনেক পরিবার পুরোপুরিভাবে মাটির নিচে চাপা পড়ে আছে।’
মঙ্গলবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘খান ইউনিসের মানবিক করিডোর এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।’
গাজা উপত্যকার বিভিন্ন সংগঠন ইসরাইল রাষ্ট্রের এবং আইডিএফ সৈন্যের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা- চালাতে ধারাবাহিকভাবে মানবিক করিডোর এলাকাসহ বেসামরিক এবং মানবিক অবকাঠামোর অপব্যবহার করে আসছে।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, হামলার স্থানে তাদের যোদ্ধারা উপস্থিত ছিল বলে দাবি করা ‘একটি নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: