odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হুঁশিয়ারি ইরানকে

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২৪ ১৯:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২৪ ১৯:৪৫

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে তেহরানকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এ হামলার যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে।

ইসরাইল হুঁশিয়ার করে বলেছে, ইরান মঙ্গলবার রাতে ইসরাইলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর জন্য তাকে ‘চরম মূল্য’ দিতে হবে। ইসরাইল বলেছে, ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে প্রতিহত করা হয়েছে।
জবাবে তেহরান তাদের ভূখণ্ডে  যে কোন হামলা হলে ইসরাইলের অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গিকার করে বলেছেন,   ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এই বিষয়ে যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
ইরানের প্রতি কি ধরনের প্রতিক্রিয়া হবে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে জবাবে বাইডেন বলেছেন: ‘এটি এখন সক্রিয় আলোচনায় রয়েছে। বাকিটা পরে দেখবেন।’
গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরাইলে সাইরেন বেজে ওঠে। ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র গুলোর বেশিরভাগই ইসরাইলে পৌঁছার আগেই দেশটির বিমান প্রতিরক্ষা বা মিত্র বিমান বাহিনী প্রতিহত করে দেয়।
ইরানের রেভল্যুশনারি গার্ডস বলেছে, ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এবং অন্য ‘তিনটি সামরিক ঘাঁটি’ তাদের টার্গেট ছিল।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ আব্বাস আরাগচী এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন, ‘ইসরাইল চুপ থাকলে ইরান আর নতুন করে হামলা চালাবে না’।



আপনার মূল্যবান মতামত দিন: