odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ১৮ October ২০২৪ ২১:৪০

odhikarpatra
প্রকাশিত: ১৮ October ২০২৪ ২১:৪০

সুনামগঞ্জে জেলার তাহিরপুর উপজেলায় আজ টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ আলী হোসেন (২৫) নামের একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

আজ শুক্রবার বিকেল ৫টার টার দিকে হাওরবক্ষে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

আলী হোসেন ঢাকায় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা শুক্রবার হাউসবোট নিয়ে জেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। দুপুর ১২টার দিকে লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন আলী হোসেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। ঘটনার পরপরই তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে শুক্রবার বিকেল ৫টার টার দিকে হাওরবক্ষে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাওরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: