odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘকে তুরস্কের চাপ

odhikarpatra | প্রকাশিত: ৪ November ২০২৪ ২৩:০৯

odhikarpatra
প্রকাশিত: ৪ November ২০২৪ ২৩:০৯

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে ৫২টি দেশ ও দুটি সংস্থা দ্বারা স্বাক্ষরিত একটি চিঠি জাতিসংঘের কাছে জমা দিয়েছে তুরস্ক।

জিবুতিতে এক সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন, ‘আমরা ইসরাইলের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি লিখেছি। আমরা ৫৪ জন স্বাক্ষরিত চিঠিটি ১ নভেম্বর জাতিসংঘে পৌঁছে দিয়েছি।’

তিনি তুরস্ক-আফ্রিকা অংশীদারিত্বের শীর্ষ সম্মেলনে যোগদান করতে জিবুতিতে অবস্থান করছিলেন।

ফিদান বলেন, ‘আমাদের অবশ্যই প্রতিটি সুযোগে (আন্তর্জাতিক সমাগমে) এ কথা বারংবার প্রচার করতে হবে যে, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির অর্থ হচ্ছে, তার গণহত্যায় অংশ নেওয়া।’

ফিদান বলেন, ‘এটি তুরস্কের একটি উদ্যোগ।’

আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, স্বাক্ষরকারীদের মধ্যে সৌদি আরব, ব্রাজিল, আলজেরিয়া, চীন, ইরান ও রাশিয়া অন্যতম আর স্বাক্ষরকারী দুটি সংস্থা হচ্ছে-আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন।

গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জাতিসংঘকে ইসরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। ওই আহ্বানকালে  তিনি বলেছিলেন, গাজা উপত্যকায় সংঘাতের অবসান ঘটাতে এটি হবে একটি ‘কার্যকর সমাধান’।



আপনার মূল্যবান মতামত দিন: