ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বাড়ানো হবে না চাকরিজীবীদের অবসরের বয়সসীমা- সংসদে প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৮ ২৩:৫২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৮ ২৩:৫২

সংসদ প্রতিনিধিঃ আজ সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেছেন, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিজীবীদের অবসরের বয়সসীমা আপাতত বাড়ানো সম্ভব নয়। 

 

প্রধানমন্ত্রী বলেন, আপাতত সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা বৃদ্ধি করার কোন পরিকল্পনা সরকারের নেই। তবে  ভবিষ্যতে এ বিষয়টি দেখা যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অবসরের বয়সসীমা বাড়ানো হলে নীচের স্তরে পদোন্নতির ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। নতুনেরা সুযোগ কমবে চাকরিতে প্রবেশের । এ কারনেই অবসরের বয়সসীমা বাড়ানোর কোন পরিকল্পনা নেই এখন।  

 



আপনার মূল্যবান মতামত দিন: