মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী সংবাদদাতাঃ
পটুয়াখালীর গলাচিপায় এক অসহায় নারী চিকিৎসার জন্য সাহায্যের আকুতি জানিয়েছেন। উপজেলার আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভাংরা গ্রামের মৃত. শানু সিকদারের মেয়ে ও মো. আলম ঢালীর স্ত্রী মোসা. রাশিদা বেগম (৪৫) দীর্ঘদিন ধরে জরায়ুর টিউমারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। এ বিষয়ে রাশিদা বেগম জানান, আমি দীর্ঘ ৪ বছর ধরে জরায়ুর টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছি।
এর আগে আমার স্বামী ধার দেনা করে আমার জরায়ুতে দুইবার অপারেশন করিয়েছেন। কিন্তু আমার জরায়ুতে আবারো টিউমার ধরা পড়ে। ডাক্তার বলেছেন আমার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন। নতুবা আমার জীবন নাশের আশংকা রয়েছে। আগের দুটি অপারেশন ও চিকিৎসার খরচ চালাতে আমাদের অনেক টাকা ব্যয় হয়েছে। এখন আমরা ঋণগ্রস্থ হয়ে পড়েছি।
এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ভারতে যেতে হবে। এখন আমাদের খাবার জোগাড় করতেই কষ্ট হয় কিন্তু চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করব। তাই আমি সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন করছি। আমি ৯ নভেম্বর ইউএনও স্যারের কাছেও আবেদন করেছি যাতে সরকারি কোন সাহায্য পাই এই ভরসায়।
এ বিষয়ে অসুস্থ রাশিদা বেগমের স্বামী মো. আলম ঢালী বলেন, আমার স্ত্রীর প্রায় ৪ বছর আগে জরায়ুতে টিউমার ধরা পড়ে। মানুষের কাছ থেকে ধার দেনা করে দুইবার অপারেশন করাইছি। এখন আবার অপারেশন করাতে হবে। আমার স্ত্রীর অবস্থা এখন যে পর্যায়ে আছে তাতে চিকিৎসা খরচ সহ অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি এখন কোথায় পাব। আপনারা এগিয়ে আসলে আমার স্ত্রী আবার সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।
আমি আমার স্ত্রীর সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করছি। এ বিষয়ে ভাংরা গ্রামের শাহ আলম মেম্বার, আবুল হোসেন বলেন, তারা এখন অসহায় দিন যাপন করছে। আলম ঢালীর স্ত্রী মোসা. রাশিদা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ। এর আগেও অনেক কষ্ট করে চিকিৎসা করিয়েছে। কিন্তু এখন তাদের সংসার চলে না। তাই সকলে একটু সহযোগিতা করলে তার স্ত্রীকে আল্লাহ বাঁচিয়ে দিতে পারেন। এ বিষয়ে আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মনির বলেন, আসলেই তারা অসহায়।
তার স্ত্রীর চিকিৎসার জন্য আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তারা লিখিত আবেদন করলে সরকারি অনুদান আসলে যাচাই বাছাই করে দেয়া হবে। আলম ঢালীর স্ত্রী মোসা. রাশিদা বেগমকে চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করা যাবে ০১৭৭২০৬১৫০০ এই মোবাইল নম্বরে। এই নম্বরে সাহায্য পাঠানো যাবে বিকাশে ও নগদের মাধ্যমে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: