ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
গাজীপুরের বাসন এলাকায় একটি আবাসিক হোটেলে হঠাৎ অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকার তাজমহল আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
বাসন থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে হোটেলটিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অনৈতিক কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে হোটেলটির বিভিন্ন কক্ষ থেকে মোট ১৭ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ১১ জন নারী এবং হোটেল ম্যানেজার, স্টাফ ও খদ্দেরসহ ৬ জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আবাসিক হোটেলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ ও অনৈতিক কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন: